আবদুস সালামঃ
করোনাকালে মৃত্যুবরণ করা সাংবাদিক আবুল হাসনাতের ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেডে করা বীমার মৃত্যু দাবীর ২লক্ষ টাকার চেক পেয়েছে তার পরিবার।
চাঁদপুরের ফরিদগঞ্জে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করেন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।
এ সময়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানির সিনিয়র এএমডি কে.এম হাছান, মনজুরুল আলম, এ.এম.ডি বাহাদুর খাঁন বাহার। এছাড়া ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, এম কে মানিক পাঠান, সদস্য মহিউদ্দিন প্রমুখ ব্যক্তিগন আলোচনা করেন। আলোচনা শেষে মরহুম আবুল হাসনাতের ছেলে শুভ’র হাতে মরনোত্তর ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ২৯ মে সকলের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে স্টেটাস দেয়ার ২ ঘন্টার মধ্যেই মৃত্যুবরণ করে সাংবাদিক আবুল হাসনাত। পরে তাকে স্বাস্থ্য বিধি মেনে পরদিন দাফন করা হয়।