ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরে ফরিদগঞ্জে নিজ বসতঘর থেকে বিধবা নারী অঞ্জু দাসের (৫৫) গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের ধোপা বাড়ি থেকে মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে।
অঞ্জু দাস খাজুরিয়া গ্রামের ধোপা বাড়ির মৃত ইন্দ্রজিৎ দাসের স্ত্রী।
স্থানীয়রা জানায়, অঞ্জলী দাসের ছোট বোন পূর্ণিমা ও বোন জামাতা খোকন লক্ষ্মীপুর থেকে খাজুরিয়া মঙ্গলবার বিকালে বোনের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে এসে ঘরের দরজায় তালা মারা দেখতে পান। কোথায় গেছে এই বিষয়ে আশপাশের লোকজনের কাছে জানতে পারেন সোমবার দুপুরের পর থেকে ঘরের দরজা তারা বন্ধ দেখতে পায়। পরে ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরের ভেতরে বিছানার উপর অঞ্জলীর রক্তাক্ত মৃতদেহ পরে থাকতে দেখে। ইন্দ্রজিৎ গত এক বছর পূর্বে মারা যান। তার একমাত্র ছেলে প্রবাসী বলে জানান স্থানীয় ইউপি সদস্য শাহআলম।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, এঘটনায় এখনো কোনো ক্ল-বের করা সম্ভভ হয়নি। যে কারণে বিষয়টি নিয়ে সিআইডি ও পিআইবি কাজ শুরু করেছে। তবে ওই নারীর গলা কাটা এবং গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। আশা করছি খুব শীঘ্রেই হত্যা রহস্য উন্মোচন করা সম্ভভ হবে।