ফরিদগঞ্জ প্রতিনিধি:
আবারো ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনা। বৃহস্পতিবার ভোর ৬টায় ফরিদগঞ্জ-রায়পুর সড়কের গৃদকালিন্দিয়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস চালক পরানসহ ৪ জন আহত হয়। সংঘর্ষে উভয় যানের সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে দূর্ঘটনার পর পর কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ভোরে ঘন কুয়াশার কারনে চাঁদপুরগামী ট্রাক ও রায়পুরগামী জোনাকী বাস এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আল্লাহর অশেষ রহমতে কারো মৃত্যু হয়নি।