আবদুস সালাম:
‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদগঞ্জে বহুল প্রতিক্ষিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্স স্টেশন উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় ফরিদগঞ্জবাসীর বহু প্রতিক্ষার পর সারা দেশে ৪০টি ফায়ার সার্ভিস স্টেশন একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর এলাকায় ফায়ার সার্ভিসের নিজস্ব কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শফিকুর রহমান বলেন, ফায়ার সার্ভিস মানুষের বিপদে তাদের জীবন বিপন্ন করে হলেও এগিয়ে আসে। আর তারই উদাহরণ হচ্ছে রানা প্লাজা। তাদের এই মহৎ কাজকে তিনি সাধুবাদ জানান। পরে উদ্বোধন শেষে প্রধান অতিথি ফায়ার সার্ভিস স্টেশনের অবকাঠামো পরিদর্শন করেন ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ফায়ার সার্ভিস সিভিল ডিপেন্স এর জেলা প্রধান সাহিদুল ইসলাম, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ সালাউদ্দিন, আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রেীয় উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, সহ-প্রকৌশলী (পিডবিøউডি) মো. ফয়েজ আহম্মেদ, ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজের ঠিকাদার ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, আ.লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাছান মিরাজ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আ.লীগ নেতা খলিলুর রহমান, আ.লীগ নেতা নজরুল ইসলাম সুমন, বাহাউদ্দিন বাহার, পুতুল সরকার, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শিমুল পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাছান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আল-আমিন পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স জনসাধারণের সার্বক্ষনিক যোগাযোগ ও সেবা গ্রহণের জন্য ০১৭২৭৯৭৯৭৪৭ নাম্বারের উম্মোচন করেন।