স্টাফ রিপোর্টার :
করোনা প্রভাবে দিনমজুর, খেটেখাওয়া হতদরিদ্র মানুষ মানবেতর জীবন যাপন করছে। চাঁদপুর জেলা ব্যাপী লকডাউন করায় দিনমজুর খেটে খাওয়া মানুষ কাজে বেড়োতে পারছে না। তাই কোন কোন পরিবারের সদস্যরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। এমতাবস্থায় চাঁদপুর ফরিদগঞ্জের পুওর এন্ড চাইল্ড হেলথ ফাউন্ডেশন কিছু মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রাতের অন্ধকারে বাড়ী বাড়ী গিয়ে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছে পুওর এন্ড চাইল্ড হেলথ ফাউন্ডেশনের সদস্যরা। সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে তারা রাতের আধারে বাড়ী বাড়ী ত্রান পৌঁছে দিচ্ছেন। আর এ কাজে সহযোগীতা করছেন ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান পাটোয়ারী। তরুণ এই স্বেচ্ছাসেবীরা প্রতিটি পরিবারকে দিচ্ছে ২০ কেজি চাল, ২ কেজি আটা, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ ও ১টি সাবান। এছাড়া জ্বর, কাশ, সর্দির জন্য দিচ্ছে প্রাথমিক চিকিৎসা পথ্য। টানা দুই দিন চলা এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ফাউন্ডার ডাঃ ইয়াছিন হোসেন, আহব্বায়ক মোঃ আনিসুর রহমান, রিফাত মোল্লা এবং যুগ্ন আহব্বায়ক মোঃ অপূর্ব ও ইজাজ পাটোয়ারী।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ডাঃ ইয়াছিন হোসেন বলেন, এই সংকটময় পরিস্থিতিতে সমাজের বিত্তবানরা নি¤œবিত্ত খেটে খাওয়া মানুষের পাশে থাকা উচিত। তিনি আরো জানান, এই মহৎ কাজে যারা সার্বিক সহযোগীতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বোচ্চ গোপনীয়তার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বন্টন করে যাচ্ছি। এই অসহায় মানুষের জন্যে যদি কেউ সহযোগীতা করতে চান তা সাদরে গ্রহণ করা হবে। স্বহৃদয়বান ব্যক্তিরা ০১৭৬৮৪০০০৪৪ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।