আবদুস সালাম:
ফরিদগঞ্জে পানিতে পড়ে একই পরিবারের মিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৩ জুন) সকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মুলপাড়া সরখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু কাজী বাড়ির ইমাম হোসেনের মেয়ে।
জানা যায়, ওইদিন সকালে বাবা-মার আগোচরে কাজী বাড়িতে খেলা করতে করতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায় মিম (৫) ও আল-আমিন(৩) নামে ভাই-বোন। অনেক খোঁজাখুজির পর দুইজনকে উদ্ধার করে স্বজনরা। তবে আলামিন বেঁচে গেলেও বোন মিমকে বাঁচানো যায়নি। স্বজনরা ভাই বোনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ফরহাদ উল করিম জানান, একটি মেয়ে শিশুটি মারা যায় অপরজন ছেলে শিশুটিকে চিকিৎসা দেয়া হয়েছে বর্তমানে সে আশংকামুক্ত।
এদিকে একই দিনে ফরিদগঞ্জ পৌরসভা ৪নং ওয়ার্ডের রুদ্রগাঁও তালুকদার বাড়ীতে পানিতে পড়ে সিয়াম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম ওই বাড়ির বাসিন্দা প্রবাসী জসিম উদ্দিন তালুকদারের মেঝো ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, মায়ের আগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। খোঁজাখুজির পর তাকে না পেয়ে বাড়ীর পুকুর থেকে সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।