আমান উল্লাহ খান ফারাবী:
ফরিদগঞ্জ উপজেলায় নিখোঁজের সাত দিনপর আব্দুল আজিজ বেপরী (৮৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
১৫ জুলাই (শুক্রবার) সন্ধা ৬ টার সময় উপজেলার ১৬নং রূপসা দক্ষিন ইউনিয়নের পূর্ব সাহেবগঞ্জ ভূঁইয়া বাড়ীর পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
আব্দুল আজিজ ওই গ্রামের কামার বাড়ির বাসিন্দা। তার ৪ ছেলে ৪ মেয়ের রেয়েছে। গত শনিবার বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। লাশ উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ জুলাই আজিজ বেপারী নিখোঁজ হয়েছেন, তাঁকে সম্ভাব্য স্থানে খোজাখুজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করেন পরিবারের লোকজন। পরবর্তিতে তাদের গ্রামেই একটি খালে অর্ধগলিত অজ্ঞাত লাশ পাওয়াগেছে খবর গ্রামে এখবর ছড়িয়ে পড়ে। পরে আজিজ বেপারীর পরিবারের লোকজন এসেছে লাশ দেখার জন্য। এসময় তার ছেলে হারুন বাবার লাশ সনাক্ত করেন। মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে আমরা আজিজ বেপারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।