ফরিদগঞ্জ সংবাদদাতা:
ফরিদগঞের ২নং বালিথুবা ইউনিয়নে কৃষকের ধান কেটে মাড়াই করে দিলেন কৃষকলীগ নেতা কর্মীরা। ২নং বালিথুবা ইউনিয়নের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হারুন-অর-রশিদ এর নেতৃত্বে এ ধান কর্তন করে দেয়া হয়।
জানা যায়, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কুমিল্লা বিভাগের দায়িত্বে হিজবুল বাহার রানা ভাইয়ের নির্দেশে কৃষকের ধান কেটে দেয়া হয়।
চর রণবলিয়া গ্রামের দরিদ্র কৃষক ইউনুস মিজির ১৬ শতাংশ জমির পাকা ধান কেটে দেওয়া হয় এবং অন্য এক কৃষকের ধান মেশিনের সাহায্যে মাড়াই (লয়ে) করে দেওয়া হয়।
এসময় অন্যান্যের সাথে ধান কাটায় সহযোগিতা করেন, চাঁদপুর জেলা কৃষকলীগের সদস্য আব্দুল মালেক রিপন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর মিজি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন টিটু, সদস্য আলাউদ্দিন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামসহ অনেকেই।
এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান, ২নং বালিথুবা ইউনিয়নের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হারুন-অর-রশিদ।