ফাহাদ খান
ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামের জোড়কবর এলাকা থেকে গত শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। পরে গতকাল শনিবার গ্রেফকৃতদের বিরুদ্ধে ডাকতির প্রস্তুতি, অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের সেকান্দর রাঢ়ীর ছেলে রতন ওরফে রতন রাঢ়ী (৩৩), একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মনির হোসেন (৩২) ও মিজানুর রহমানের ছেলে রাকিব (২৪)। এদের মধ্যে রতনের বিরুদ্ধে পুর্বে ১২টি ও মনিরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এছাড়া রতন একটি ও মনির দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ইয়াবা ছাড়াও দেশীয় ধারালো চাপাতি, ছোরা, কুড়াল, রড ও কাটার ও ২৪৫পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপণ সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামের জোড়কবর নামক স্থানে অভিযান চালায়। এ সময় চাঁদপুর-ল²ীপুর আ লিক সড়কের পাশের একটি বাগানে ১০/১৫জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে নিশ্চিত হয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। ওইসময় রতন ওরফে রতন রাঢ়ী, মনির হোসেন ও রাকিব নামে ৩জনকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকীরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মান্নান জানান, ডাকাতির প্রস্তুতিকালে তাদের ৩ জনকে ২৪৫ পিস ইয়াবা, দেশীয় ধারালো চাপাতি, ছোরা, কুড়াল, রড ও কাটার অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।