মাইন উদ্দিন আহম্মেদ সবুজ/ শরীফ আহম্মদ
চাঁদপুরে তিন পৌরসভা নির্বাচনে দুই পৌরসভায় বর্তমান মেয়রের প্রতি আস্থা রেখেছেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ড। ফরিদগঞ্জ পৌরসভায় নতুন তবে প্রবীণ মুখ পছন্দ করেছেন। আর কচুয়া পৌরসভায় বর্তমান মেয়র নাজমুল আলম স্বপনকেই বেছে নিয়েছেন দলটি। অবশ্য আগে ঘোষিত হয়েছে হাজীগঞ্জ পৌরসভার দলীয় প্রার্থী। ইতোমধ্যে আসম মাহবুব উল আলম লিপন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জোরেশোরে। এদিকে ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। প্রবীন এ আওয়ামীলীগের নেতা মনোনয়ন পাওয়ায় নেতা কর্মী সমর্থকদের মাঝে আলোচনার ঝড় বইছে। সবাই বলছে গত পৌর নির্বাচনে তিনি ছিলেন নৌকা প্রতীকের জোর দাবিদার। গতবছর দলীয় সিদ্ধান্তের কারণে বঞ্চিত হলেও এবার তিনি পেলেন বহুল কাঙ্খিত নৌকা প্রতীক। ১৩ জানুয়ারি বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার ফরিদগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাচাই বাছাই করেই দলীয় মনোনয়ন দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগসহ দলীয় নেতাকর্মীরা তাদের জয়ের ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং নৌকা প্রতীককেই জয়ী করবেন।
দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনে ২০ জন দলীয় মনোনয়ন পেতে পথে প্রান্তরে মাঠ ঘাট চষে বেড়িয়েছেন। সবশেষ এ ২০জন প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের মনোনয়নের জন্য দলীয় ফরম সংগ্রহ করেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের নৌকা প্রতীক পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও নিজ উপজেলায় আনন্দ মিছিল বের হয়। তবে এমন চমক দেখাবেন এই প্রবীন নেতা এমনটা কেউ ভাবতে পারেন নি। প্রসঙ্গত,আগামি ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ফরিদগঞ্জ পৌরসভা সহ দেশের ৫৬টি পৌরসভায় একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
অপরদিকে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুনরায় মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন কচুয়া পৌরসভার ব্যাপক আলোচিত বর্তমান পৌর মেয়র নাজমুল আলম স্বপন। আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের পৌরসভায় নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দল থেকে মনোনয়ন পান তিনি। যদিও প্রথম থেকেই দলের অধিকাংশ নিবেদিত প্রাণ নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা ছিলো স্থানীয়ভাবে উন্নয়ন, সামাজিকতা এবং আওয়ামী লীগকে গতিশীল করতে নিরলস ভূমিকা পালনকারী এই ত্যাগী নেতা মনোনয়ন পাবেন। কিন্তু নানাভাবে ষড়যন্ত্র করা হয়েছিল তার মনোনয়ন ঠেকাতে। তবে এসব ছাপিয়ে অবশেষে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনকেই গ্রহণযোগ্যতা বিবেচনায় দলীয় মনোনয়ন দিয়েছেন। বুধবার রাতে প্রার্থী ঘোষণার পরই বাধভাঙা উচ্ছ্বাস-উদ্দিপনায় মেতে ওঠে কচুয়া উপজেলা জুড়ে। পৌর এলাকা জুড়ে বিভিন্ন স্থানে চলে মিষ্টি বিতরণ।
এদিকে বুধবার রাতে নৌকা প্রতীক ঘোষণা হওয়ায় পর পৌর এলাকায় মেয়র নাজমুল আলম স্বপনের পক্ষে আনন্দ মিছিল বের করা হয়। তাকে স্বাগত জানাতে প্রতিক্ষার প্রহর গুণছে দলীয় নেতাকর্মীরা।
এ ব্যাপারে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজমুল আলম স্বপনকে প্রার্থী ঘোষণা করায় আমরা সবাই উজ্জীবিত। সকল ভেদাভেদ ভুলে দলের জন্য নিবেদিত স্বপনকে নৌকা প্রতীকে বিজয়ী করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সম্মানিত করবো, ইনশাল্লাহ। ইতিমধ্যেই কেন্দ্র থেকে আমরা সে নির্দেশনা পেয়েছি।
এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল আলম স্বপন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। তিনি শুধু নৌকা দিয়ে আমাকে অসম্মানিত করেননি। উৎকন্ঠিত কচুয়া তথা পৌরবাসীকে সম্মানিত করেছেন। আশা করছি, আমার কর্মগুণে দলমত নির্বিশেষে ভোদাভেদ ভুলে সবাই আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে বাকী উন্নয়ন কাজকে বেগবান করতে সহযোগিতা করবেন।