ফরিদগঞ্জ সংবাদদাতা:
ফরিদগঞ্জ থানার ওসি মোঃ রকিব কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটনাকারী শাহপরান আলম খানঁ রাব্বি ও মামুন হোসেন রুবেলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক কৃতরা হলেন ফরিদগঞ্জ ১৪ নং ইউনিয়নের কালির বাজার এলাকার বাসিন্দা।
জানাযায়, বুধবার দিনভর ত্রকটি ফেসবুক ফ্যাক আইডি দিয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোঃ রাকিব কে নিয়ে মিথ্যা ও বানোয়াট কথা লিখে পোষ্ট করে। পোষ্টে লেখা ছিল “ফরিদগঞ্জের সালমা আক্তার নামে কোন এক নারী ত্রাণ আনতে থানায় গেলে ওসি তাকে লাঞ্চিত করে”। এই ভিত্তিহীন পোষ্টটি মূহুর্তেই ভাইরাল হয়ে পড়ে। পরক্ষনেই অনুসন্ধান করে সালমা নামের কাউকে খুজে পাওয়া যায়নি।
পরে এই মিথ্যা ও বানোয়াট ফেক আইডিটি সম্পর্কে ফরিদগঞ্জ থানা পুলিশ ব্যপক অভিযান করে, ঢাকার ত্রাইম সেক্টর , জেলা ডিবি পুলিশ এর সমন্নয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার সন্ধ্যায় কুচক্রি মহলের দুই জনকে আটক করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ শহিদ জানান, কি কারনে তার এ ধরনের কাজ করেছে বা তাদের সাথে আর কারা জরিত রয়েছে তা বের করা চেষ্টা চলছে।