ফরিদগঞ্জ সংবাদদাতা:
ফরিদগঞ্জে ১শ দুই পিস ইয়াবাসহ যুবক মোঃ ইউসুফ বেপারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম। রবিবার দুপুরে তাকে আটক করা হয়। ইউসুফ ফরিদগঞ্জের চরচইন্না গ্রামের কলি মিয়া বেপারীর ছেলে।
জানা যায়, আসামী ইউছুফ ইতিপূর্বেও কাতারের দোহায় মদিনা খলিফাতে কাতার পুলিশের কাছেও ইয়াবাসহ গ্রেফতার হয়। তখন সে ২বছর হাজত খাটে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী ইউছুফের ব্যাপারে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে। মামলা নং- ৩৪,তারিখ-(২০/৯/২০২০)। মাদাকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।