ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জের পাইকপাড়ায় বাল্যবিয়ে পড়াতে রাজি না হওয়ায় মসজিদের ইমাম মারধরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) কাজী আব্দুর রহিম। সোমবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, ইমামকে চড়ধাপ্পড়ের ঘটনায় এলাকার বীরমুক্তিযোদ্ধা আলী আহমেদ থানায় অভিযোগ দায়ের করে। সেটিকে জিডি হিসেবে গ্রহণ করে ৪ জনের বিরুদ্ধে প্রশিকিউশন দিয়ে আদালতে প্রেরণ করেছি।
এদিকে ইমামকে লাঞ্ছিত করার ঘটনায় ১১ জানুয়ারি সোমবার পাইকপাড়ায় ঘটনাস্থলে উপজেলা ইমাম সমিতি এবং ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাসহ প্রায় ৮০ জন ইমাম ঘটনাস্থলে যান। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচার দাবী করেন।
প্রসঙ্গত,৮ জানুয়ারি শুক্রবার পাইকপাড়ায় বাল্যবিয়ে পড়াতে রাজি না হওয়ায় মসজিদের ইমাম আবুল কালাম আজাদকে মারধর করা হয়।