ফাহাদ খাঁন:
ফরিদগঞ্জে শিক্ষানূরাগী ও দানবীর জালাল আহমেদ সি.আই.পি’র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন পেশার কর্মহীন ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য সহযোগিতার পাশাপাশি নতুন পোশাক প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০নং গোবিন্দপুর ইউনিয়নের গোয়াল ভাওর বাজারে স্কুল মাঠে গতকাল মঙ্গলবার কাতারস্থ ফরিদগঞ্জ আ.লীগ ফোরামের সভাপতি মো. রাসেল খাঁন টিটুর সভাপতিত্বে এ আয়োজন করা হয়।
সকালে ওই স্কুল মাঠে জালাল আহমেদের পক্ষ থেকে দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবীসহ বিভিন্ন ঈদ উপহার বিতরণ করা হয়। একই মাঠে বিকেলে রাসেল খাঁন টিটুর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ.লীগ কাতার শাখার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কাতারস্থ ফরিদগঞ্জ আ.লীগ ফোরামের উপদেষ্টা সমাজসেবক জালাল আহমেদ সি.আই.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন (সাবু)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আ.লীগ নেতা জসিম উদ্দিন দিদার, যুবলীগ নেতা আব্দুল গাফফার সজীব, আব্দুর রহিম নিলাফ, ইসমাইল হোসেন, জয় আহমেদ, মিলন পাটোয়ারী সহ বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জালাল আহমেদ সি.আ.পিকে ফুলেল শুভেচ্ছা ও লাল গালিচা দিয়ে বরণ করে নেয় ১০নং গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।