ফরিদগঞ্জে সুমাইয়া (১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান এলাকার পাটওয়ারী বাড়িতে এ ঘটনাটি ঘটে। সুমাইয়া ঐ এলাকার বেপারী বাড়ির সৌদি প্রবাসী হারুন বেপারীর মেয়ে। সে বালিয়া ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
সংবাদ পেয়ে ওই রাতেই এস.আই সেলিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পরিবারের লোকজন জানান, সুমাইয়া আক্তার তার সৌদি প্রবাসী মামা আল-আমিনের বাসায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। ঘটনার দিন রাত ১০ টায় প্রতিদিনের ন্যায় তার কক্ষে ঘুমাতে যায়। রাতের কোন এক সময় তার নানীর কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আবদুস সালাম