আমান উল্লাহ খাঁন ফারাবী:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদগঞ্জ উপজেলা শাখার ১১ ইউনিয়নের ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৬ ফেব্রæয়ারি (শনিবার) রাত ৯টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু ও সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ মিঠুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়েছে।
ঘোষিত কমিটিতে বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ও সম্পাদকরা হলেন: বালিথুবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাদিম আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কাজী। বালিথুবা পূর্ব ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন ইমু, সাধারণ সম্পাদক ফয়সাল ওয়াহিদ। সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের রাজু হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ। গুপ্টি পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আরমান, সাধারণ সম্পাদক রাফি উদ্দিন। গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন (সুজন শেখ), সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন।
পাইকপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাউছার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক রাশেদ খান। পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত। গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাউছান খান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ মোঃ সাকিল, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। রূপসা উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু হোসেন, সাধারণ সম্পাদক রিপন হোসেন। রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল আলম রুবেল, সাধারণ সম্পাদক কাউছার খান।