আমান উল্লাহ খাঁন ফারাবী:
ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন এর পিতা প্রথম শ্রেণির ঠিকাদার ও সমাজসেবক মরহুম আলী আহাম্মদ স্মরণে কুলখানি ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের আয়োজনে গতকাল শনিবার উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন কাছিয়াড়া এলাকার নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেন স্বজনরা।
দোয়া মাহফিলে অংশ নেন, হায়দারগঞ্জ দরবার শরীফের পীর ও চট্টগ্রাম আন্দারকিল্লা শাহী মসজিদের খতিব আওলাদে রাসূল আনোয়ার হোসেন তাহেরী আলজাবেরি আল-মাদানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা সাইখুল হাদিস আল্লামা মুকবুল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটনসহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।