ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার পাটোয়ারী বাজারে একটি স্বর্ণের দোকানের পিছনের বেড়া কেটে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই স্বর্ণের দোকানে থাকা ৩টি স্বর্ণের নাকফুল, আংটি ও ৫ ভরি রুপা, নগদ টাকাসহ প্রায় ১ লাখ টাকার মালামাল চুরি হয়। গত মঙ্গলবার (২ নভেম্বর) রাতে পাটওয়ারী বাজারের সুধির বাবুর দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক লিটন কুরি বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। সকালে এসে দোকান খুলে দেখি দোকানের আলমারির তালা ভাঙ্গা। ভেতরে গিয়ে দেখি দোকানের পিছনের বেড়ার টিন কাটা। তিনি আরো বলেন, আমার দোকান থেকে নগদ অর্থসহ প্রায় ১ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
এ ব্যাপারে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মহসিন তপদার বলেন, লিটন কুরির দোকানের মালামাল চুরি হয়েছে। আমি সরজমিনে গিয়ে দেখিছি।