স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩০ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
তিনি বলেন, এই বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আশা করছি আগামীতেও তোমরা তোমাদের ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও যথেষ্ট ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম আর শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেনের স ালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অভিবাবক সদস্য ইব্রাহীম খান, শিক্ষক প্রতিনিধি মাওঃ কবির আহমেদ ওসমানি।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর মাহফুজুর রহমান, আনোয়ার হোসেন বাবলু, অভিবাবকদের পক্ষে বক্তব্য রাখেন খোর্শেদ আলম, আফ্রোজা তপাদার, এস এম শহিদুল্লাহ, মিজানুর রহমান শেখ, মাসুম ঢালী প্রমুখ।