আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। সমাজের সংগতিসম্পন্ন ও সচ্ছল মানুষের ঘরে বছর পরিক্রমায় শীতকাল ঋতু হিসেবে আনন্দ ও খুশির বার্তাবহ হলেও দেশের বৃহত্তর জনজীবনে শীত নৈরাশ্য ও বেদনার ধূসর বার্তাবাহক মাত্র। হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন অনেক শীতবস্ত্রের।
নদীতীরবর্তী শীত অধ্যুষীত এক জনপদ জহিরাবাদ। হাড় কাঁপানো শীত সাথে নদীর শৈত প্রবাহ এই অঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত। শীতের তীব্রতা তাদের স্বাভাবিক জীবনযাপনে বাধাগ্রস্ত করে তোলে। সে সকল মানুষের স্বাভাবিক জীবন যাপনের কথা চিন্তা করে আসহায় দরিদ্র মানুষজনকে শৈত্যপ্রবাহের হাত থেকে বাঁচানোর জন্য ভিবিডি চাঁদপুর জেলার ভলান্টিয়ারদের উদ্যোগে গত শুক্রবার মতলবের জহিরাবাদের দুস্থ, প্রান্তিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
শীতবস্ত্র বিতরণে ভলান্টিয়ার ফর বাংলাদেশ চাঁদপুর জেলার সকল ভলান্টিয়ার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে সার্বিকভাবে সহযোগীতা করেন। শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করে শীতার্ত মানুষেরা বলেন, আমাদের খোঁজ নেয়ার কেউই নেই, শীতে কষ্ট হচ্ছিলো, কম্বল পেয়ে অনেক উপকার হলো। এ সময় উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্রগ্রাম বিভাগের ফান্ডরাইজিং সেক্রেটারী ইমতিয়াজ রহমান পাভেল। তিনি বলেন, আমাদের সমাজের বিত্তশালীরা যদি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে সমাজের গরীব-অসহায় শীতার্তদের পাশে উদার মন নিয়ে এগিয়ে আসে, তাহলে বর্তমান সমাজে শীতের কষ্ট পাওয়া অবহেলিতদের কষ্ট অনেকটাই লাগাব হবে।
আজ,
রবিবার , ৪ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।