স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের নিজ বাসায় এই ইফতারের আয়োজন করা হয়। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাথে আমার একটি পারিবারিক সম্পর্ক রয়েছে। ইফতারের মাধ্যমে একে অপরের কৌশল বিনিময় করার উদ্দেশ্যেই আমার এই আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, অধ্যক্ষ জালাল চৌধুরী, সহ-সভাপতি রহিম বাদশা, সোহেল রুশদি, যুগ্ম সম্পাদক আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ, ক্রীড়া সম্পাদক ফারুক আহমেদ, প্রেসক্লাবের সিনিয়র সদস্য আবদুর রহমান ও নেয়ামত হোসেনসহ আরো অনেকে।