যোগাযোগ মহাকালের না হলেও ক্ষণিকের সুখের দুঃখের জীবনালেখ্য আরো আরো শিক্ষা সংস্কৃতি ভৌগোলিক ব্যাপ্তি প্রাকৃতিক সম্পদের উন্নয়ন রাজনৈতিক ঘুরপাক রাজনীতির ভেতরে সামাজিক জীবনের গল্প ঐতিহাসিক বিজয়ের সাথে যাদের তথা যে সংগঠনের এক বিশাল যোগসুত্রের প্রতিষ্ঠান প্রেসক্লাব।
বাংলায় ১৯৫৪ সালে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকাল হলেও মূলত ১৯৪৭ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানীর বাস কক্ষ থেকেই চলে আসছিলো (পূপা) সাংবাদিকদের প্রেসক্লাব।
হয়ে গেলো গৌরবের ৫০ বছর পূর্তি উৎসব চাঁদপুর প্রেসক্লাবের। সাথে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। তবে অনুপ্রেরণার উৎসগুলো আর মানবিক বিচ্যুতির বিষয়গুলো প্রকাশ করে মানবিক জীবনের সংশোধন করাই হলো প্রতিষ্ঠান প্রেসক্লাবের কাজ। গৌরব ঐতিহ্যের ঐতিহাসিক সম্মানের পথিকৃৎ সংবাদ জগতের অনন্য নাম মোহাম্মদ নাসিরউদ্দীন। যাকে মনে করা সমগ্র বাংলাদেশের সাংবাদিক সমাজের আবশ্যক। বিশেষ করে চাঁদপুর প্রেসক্লাবের সবাইকে মোহাম্মদ নাসিরউদ্দীন-এঁর মতো মহামানবকে স্মরণ করতে হবেই। তবেই সুবর্ণজয়ন্তী স্বার্থক হবে। সেসব কথা আমি আমারা সকল বাঙালী সাংবাদিক অবশ্যই মনে করতে হবে। রাজনৈতিক ঘুরপাক এর উত্থান পতনের বিস্ময়কর ব্যাপার কিন্তু এই গণমাধ্যম। গণমাধ্যম জনগণকে সরাসরি দেশের বিভিন্ন রূপ রেখায় এগিয়ে এনে বিষয় ভিত্তিক আন্দোলন, অর্জন সবকিছুতেই বরাবরের মতো মাপকাঠি হিসেবে কাজ করে আসছে। তবে একাজে স্বাধীনতার ঘোষণা থাকলেও এটা একটা কথার কথা বাস্তবতা বিভিন্নতায় ভরা। সাংবাদিক আর সংবাদের মিলনের আবাসস্থল হচ্ছে প্রেসক্লাব। সৃজনশীল মানসিকতার মানুষের এ জগৎ এ খুবই উপযুক্ত যায়গা। কিন্তু তা মোটেও সহজ নয় শুধু ছত্রপতিদের একচোখা ভাবনায়। প্রেসক্লাব সাংবাদিকদের একটি আপন আলোয় কিন্তু কখনো কখনো নতুনদের ক্ষেত্রে মোটেও তা নয়। এটা যেন এক মালিকানা অর্জন মনে করে। সহজাত প্রবৃত্তির ছাপ মোটেও নজরে আসে না। এমন বৈষম্য বিমোচক মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে তবে সাংবাদিক আর প্রেসক্লাবের মানদণ্ড ভারসাম্যে থাকবে। কর্ম বিচক্ষণ দক্ষতা সময়ের বিশালতায় সবকিছু মিলিয়ে যার যেটুকু পরিচয় পাওয়ার তা পাইয়ে দিয়ে নিজকে প্রতিষ্ঠিত করার নাই প্রতিষ্ঠান। চাঁদপুর প্রেসক্লাবের ৫০ বছর পার করা এটা দীর্ঘ অভিজ্ঞতার ফসল। এতে অনেক আলোকিত মানুষ চিরায়ত হয়েছেন। অনেকে আজো আছেন। কেউ ক্রিয়াশীল আছেন। কেউ বা নিরব আছেন। তবে বৈষম্য মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। দিতে হবে যার যার প্রাপ্য কৃতিত্বের সম্মান।
আজ,
শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।