সংবাদদাতা:
কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘প্রিয় চাঁদপুর সম্মাননা-২০২০’ পেয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’।
২৪ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে প্রিয় চাঁদপুরঅনলাইন নিউজ পোর্টাল আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।উক্ত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএফও আনন্দ গ্রুপ ও প্রিয় চাঁদপুর এর সম্পাদক মন্ডলীর সভাপতিমোশারফ হোসেন।অতিথিদের হাত থেকে সম্মাননা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী গ্রহণ করেন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ ও সংগঠনের সদস্য ফরহাদ হোসেন সুমন।