বিশাল দাস :
চাঁদপুর জেলায় করোনা সংক্রমন দিন দিন বেড়েই চলছে। এতে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে কর্মহীন হয়ে পরছে। আবার অনেকেই করোনাকে ভয় না পেয়ে পরিবারের জন্য দু’মুঠো আহার যোগাতে নেমে পড়েছেন কর্মস্থলে। তবে করোনা দিন দিন যে হারে তার প্রভাব বিস্তার করছে তাকে ভয় পেলে মানুষ যেমন কর্মহীন হয়ে না খেয়ে থাকতে হবে তেমনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আক্রান্ত হবে। তাই মানুষকে সচেতন হতে হবে। আর সচেতনতার মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখেই এই করোনাকে মোকাবেলা করতে হবে।
১২জুলাই রবিবার চাঁদপুর জেলায় ১০১টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। তার মধ্যে ৩৪জনের করোনা শনাক্তের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে ১২৮৫জনের মধ্যে এই সংক্রমন ছড়িয়েছে এবং এর ভয়াল ছোবলে প্রাণ হারিয়েছে জেলায় ৬৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ।
১২জুন আক্রান্তদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : চাঁদপুর সদরে ৯, হাজীগঞ্জে ১০, ফরিদগঞ্জে ৮, কচুয়ায় ৩, মতলব দক্ষিণে ২, হাইমচরে ২।
জেলায় মোট আক্রান্ত ১২৮৫ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান: চাঁদপুর সদর ৪৯৭ জন, হাজিগঞ্জে ১৩০ জন, মতলব (দঃ) ১৪৯ জন, হাইমচর ৯৩ জন, শাহরাস্তিতে ১২৮ জন, মতলব উওর ৮১ জন, ফরিদগঞ্জে ১৫৩ জন, কচুয়া ৫৪ জন।
জেলায় মোট মৃত্যুবরণকারী ৬৬ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান: চাঁদপুর সদর ১৯ জন, হাজিগঞ্জে ১৬ জন, মতলব দক্ষিণে ৩ জন, হাইমচর ১ জন, শাহরাস্তি ৫ জন, মতলব উওর ৮ জন, ফরিদগঞ্জে ৯ জন, কচুয়া ৫ জন।