বিজ্ঞপ্তিঃ
দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে কিডস এলাউন্স। বিষয়টি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সিদ্দিকী।
তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, উত্তর শ্রীরামদি সপ্রাবি,, অধ্যয়নরত সকল শিক্ষার্থীর অভিভাবক-গনের অব্গতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শীঘ্রই অক্টোবর – ডিসেম্বর /২০১৯ এবং জানুয়ারী -জুন / ২০২০ মাসের উপবৃ্ত্তির অর্থ এবং এবারেই প্রথমবারের মতো শিক্ষার্থীদের জামা ( স্কুল – ড্রেস ), জুতা ও ব্যাগ কেনার জন্য কিডস এলাউন্স হিসেবে অতিরিক্ত – ১০০০/ টাকা ঈদের পূর্বেই আপনাদের মোবাইলে পোঁছে যাবে, ইনশাআল্লাহ!
তাই দয়া করে আপনারা যে নাম্বারে উপবৃত্তির টাকা পেয়ে থাকেন সেই নাম্বারটি সচল রাখবেন। যদি কারো উপবৃত্তির মোবাইল নাম্বারটি চুরি হওয়া, হারিয়ে যাওয়া, নষ্ট হওয়া জনিত বা অন্য কোন সমস্যার কারণে উপবৃত্তির অর্থ যায়না বলে মনে হয় তাহলে তারা আগামী -১০/০৫/২০২০ তারিখ রোজ শনিবারের মধ্যে আপনার ঘরে ব্যবহ্ত অন্য যে কোনো একটি সচল মোবাইল নাম্বার নিচে উল্লেখিত মোবাইল নাম্বারে ফোন করে দেওয়ার জন্য অনুরোধ করা হলো——
অনুরোধক্রমেঃ
প্রধান শিক্ষক
উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
চাঁদপুর সদর, চাঁদপুর
মোবাইল : 01814743866