যেমন সোনালী দিনে জন্ম নেয় স্মৃতির
অতীত
তারপর বেড়ে ওঠে শরীরের শিরায় শিরায় উতপ্ত দুঃখের বিষ।
আমার রক্ত মাংস শরীর ‘তুমি’ নামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত
দেখে প্রেমিক আর প্রাক্তনের ভবিষ্যৎ রুপ
এভাবেই ডুবে যাচ্ছে মানসিক রোগে- মস্তিষ্ক জপে প্রেমঅন্ধে,
বিচ্ছেদে প্রেমিক প্রাক্তন, একাকিত্বে সে আমার নতুন জাগর!
কেবল হৃদয়ের হ্যাংগারে ঝুলে আছে তাঁর ঘামানো দুর্গন্ধ শার্ট
পঁচা বাশি ভাত আমি মিথ্যা অন্ধ চোখে খেয়ে ফেলি, ক্ষুধার্ত ভিক্ষারী বলে!
তবুও মুছে যায় না স্মৃতির কংকাল
হীনতায় কুড়িয়ে নেই আলোর পঁচা মনে গন্ধ –
একগাল হেসে স্বার্থান্বেষী মানুষ ভুলে,
অজানা প্রেমিকের কল্পনার পূর্ণতা নিয়ে
প্রেমিক তবুও ভালো, প্রাক্তন দুঃখের বিষ!
প্রাক্তনের আছে দাম্ভিকতা, ঘৃণার অংহকার এবং কষ্টের অনলে পুড়িয়ে ফেলা
কেবল প্রেমিক মুখোশ পড়া মানুষের ভীড়ে সাহস বাড়ায়।
প্রাক্তন-ঈশ্বর প্রেমিকের নামে লিখেছে শত অনাচার
হে প্রেমিক ঈশ্বর! আর কতটা গেলে তোমায় পাবো?
অজানা হাতে করবে ধ্বংস!
বেড়ে যাচ্ছে অজানা স্লাইকোন
চোখে ধুলো তুলে প্রাক্ত।
ইহকাল ভেবেই সে আমাকে দেখাচ্ছে জাহান্নাম
সে কি জানে?
পরকাল তাকে দেখাবে আরোও কতটা ভয়াবহ হারাম!
ভুলে গিয়েও মনে রাখি;
প্রেমিক তবুও ভালো, প্রাক্তন দুঃখের বিষ।