ইউসুফ পাটোয়ারী লিংকন:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনায়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে কাতার বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি। ২৮ সেপ্টেম্বর বুধবার রাতে কাতারের রাজধানী দোহার লামিজন স্কোয়ার মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব হাছান মাবুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, উপদেষ্টা কমরেড ইসমাইল হোসেন, কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম প্রধান, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক এম নাছির উদ্দিন চৌধুরী, মোঃ হাছান, আরমান, তোহিদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দরা সবাইকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় সহযোগিতা করার অঙ্গিকার জানিয়ে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।