মোঃ রাছেল,কচুয়া(চাঁদপুর) :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন উপলক্ষে কচুয়া উপজেলা আওয়ামী লীগ, কচুয়া পৌর আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল এবং বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
সোমবার এ উপলক্ষ্যে উপজেলা আওয়মী লীগ কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপন শেষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইযুব আলী পাটওয়ারীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক নাজমুল হক মিঠু, পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া, দপ্তর সম্পাদক ফারুক মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, দপ্তর সম্পাদক মাঈনউদ্দিন আহমেদ সবুজ, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা।