সম্পাদকীয়
প্রতিষ্ঠান স্থাপন করার উদ্দেশ্য প্রতিষ্ঠান পরিচালনার পদ্ধতি চলমান অবস্থান থেকে উন্নয়নের রূপরেখায় পৌঁছনোর প্রচেষ্টা। যে কোনো স্থানের মান উন্নয়ন করা হয় মান উন্নয়নের ক্ষেত্রে অবস্থানের ক্যাটাগরি উচ্চ মানের করতে হয়। উচ্চমানের ভিত্তিতে জনসেবার মান উন্নয়ন করতে হয়। জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উপজেলাকে পৌরসভায় রূপায়ণ করা হয়। তাহলে উপজেলা যখন কেন্দ্রাতিকভাবে পৌরসভায় পরিণত হয়ে যায় তখন পৌরসভার আওতাধীন অঞ্চলের রূপরেখা মাপকাঠি পরিবেশ জনসেবা আইন প্রশাসন যুগোপযোগী জীবন ব্যবস্থার উন্নয়ন পরিলক্ষিত হয়। এটাই উন্নত জীবন ব্যবস্থার রূপরেখা। কিন্তু যে প্রতিষ্ঠানের মাধ্যমে পৌরসভার উন্নয়ন করা হবে সেই পৌরসভা কার্যালয়ের পরিস্থিতি যদি হয় ভাসমান তাহলে কেমন হয়। ১৯ অক্টোবর দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ হয়েছে ভূমিহীন ফরিদগঞ্জ পৌরসভা ১৭ বছর অবৈধ দখলে সরকারি ভবন। চমৎকার সংবাদ পড়ে জনমনে দারুন প্রতিক্রিয়া প্রকাশ হয়েছে। যে প্রতিষ্ঠান একটি উপজেলার কেন্দ্রিক জীবন ব্যবস্থাকে উন্নয়নের মাপকাঠিতে পৌঁছাবে সেই পৌরসভার নেই ব্যক্তিগত ভূমি। তাহলে কি দাঁড়ালো ভূমিহীন কর্মযজ্ঞের কবল থেকে যে প্রতিষ্ঠান ১৭ বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের ভবন অবৈধভাবে দখল করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে এমন প্রতিষ্ঠান জনসেবার ক্ষেত্রে কতটুকু ক্রিয়াশীল তা অনুমান করা মোটেও কঠিন নয়। সচেতন মহলের মাঝে এ বিষয়ে নানা গুঞ্জন বয়ে যাচ্ছে। এমন পরিবেশ পরিস্থিতি থেকে একটি প্রতিষ্ঠানকে সঠিক দিকনির্দেশনায় নিয়ে জনসেবার মানদÐ উন্নয়নের জন্য কাজ করায় গুরুত্ব দিতে হবে।