সম্পাদকীয়
মানুষ হিসেবে নিজকে একেবারেই ভুলতে বসেছে বেশিরভাগ মানুষ। ফলে প্রতিদিন অনাকাক্সিক্ষত মৃত্যুর এবং হত্যাকান্ড সংঘটিত হচ্ছে। জীবনকে ভালবাসতে হলে জীবনের গুরুত্ব বুঝতে হবে। জীবনের গুরুত্ব বুঝতে হলে জীবনের ক্ষেত্রে সুশিক্ষা অতীব জরুরী। সুশিক্ষায় শিক্ষিত হতে না পারলে কোন মানুষেরই জীবন পরিচালনার ক্ষেত্রে নিজেকে সামলানো সম্ভব নয়। চলমান জীবনের নানা রকম পরিবেশ পরিস্থিতি আসতে পারে। কিছু কিছু পরিবেশ পরিস্থিতি নিজের থেকেই সৃষ্টি হয় আর কিছু পরিস্থিতি পারিবারিক সামাজিকভাবে সৃষ্টি হয়। সেসব পরিস্থিতি সামাল দিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নেয়া নামই জীবন। সেই জীবনের মূল্য যার মধ্যে না থাকে তার দ্বারাই ঘটে সামাজিক ন্যাক্কারজনক ঘটনা। তেমনি ঘটনা ১০ মে দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ স্ত্রী গলা কেটে হত্যা আরো এক স্ত্রীর রহস্যজনক মৃত্যু। জীবনকে ভালবাসতে হলে জীবনের প্রতি উপলব্ধি বোধ জাগ্রত হওয়া দরকার। সামাজিকভাবে পারিবারিকভাবে ব্যক্তিকেন্দ্রিক প্রত্যেকের মধ্যেই বিবেচনাবোধ বিবেকবোধ সর্বোপরি নৈতিক বোধের উপস্থিতি থাকতে হবে। তবেই সমাজে সমাজের থেকে আসা জরাকে প্রতিহত করা যাবে। সাথে সাথে পরিবার ও ব্যক্তিকেন্দ্রিক জরাকে প্রতিহত করা সম্ভব হবে। সকল ভালোর ভাগ তোষামোদি বিভিন্ন আলোচনা সৌজন্যমূলক শব্দ বলে কথোপকথন চতুর্দিক থেকেই আসে আর একটু খারাপ হলে তখন আর কেউ তার দিকে চোখ তুলে তাকায় না। যতটুকু সম্ভব যার যার মতো করে ভৎসনা করতেই থাকে। তার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনা নিজের দ্বারা সৃষ্ট হোক আর পরিবারের অন্য সদস্য দ্বারা হোক সামাল দেয়া হয়ে ওঠে না। এমন অনেক ঘটনা প্রতিনিয়ত আমাদের দেশে বিরাজমান রয়েছে পৃথিবী এখন সম্পর্কের টানাপড়েনে আটকে আছে পারিবারিক পরিশুদ্ধতা বেশিরভাগ পরিবারই এখন অনুপস্থিত। জীবনের কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে একটু সময় হয় না সকালের খবর নেয়ার। এমন সময় চলে এসেছে। মানুষ এখন দ্রুততার সাথে মানসিক পরিস্থিতি বদল করে নিতে পারে। সবকিছু দ্রæত তার পরিস্থিতি আর জীবন পরিচালনার প্রস্তুতি এক পাল্লায় মাপা যায় না। মূহুর্তের মধ্যে মানুষ অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারে। এই পরিবর্তনে মানুষের যে মানসিক দ্রুত পরিবর্তন হচ্ছে ফলে পরকীয়া মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে। একবারও চিন্তা করে না যে কোন কিছু দ্রুততার সহিত পাল্টানো গেল মানুষের সাথে তার সম্পর্ক সম্পর্কের গতি তাকে দ্রæত পালটানো যাবে না। এটা সম্ভব নয় বাস্তব জীবনের উপলব্ধি আর কোন বস্তুর প্রতি ব্যবহারের উপলব্ধি দুইটা আকাশ-পাতাল ব্যবধান। এই ব্যবধান না বুঝার কারণে প্রতিনিয়ত ভাঙছে সংসার। প্রতিনিয়ত মানুষ মানুষকে খুন করছে। খুনাখুনির কারবার এখন ঘর থেকে ঘর চলে যাচ্ছে। পরিবারের সদস্য এক সদস্যকে হত্যা করে ফেলছে। নারকীয় ঘটনার জন্ম দিচ্ছে। আমাদের উচিত জীবনের ক্ষেত্রে শতভাগ নৈতিক চিন্তাচেতনার মাধ্যমে জীবনকে পরিচালিত করা।