স্টাফ রির্পোটার:
কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে তথ্যবহুল গবেষণা ধর্মী সম্পাদনা গ্রন্থ ‘রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা’ শিরোনামে বই প্রকাশ হয়েছে। বইটি সম্পাদনা করেছেন কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান। বইটি প্রকাশ করেছে চাঁদপুর পৌরসভা। বইয়ের প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। ৯৬ পৃষ্ঠা গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।
প্রসঙ্গত রবীন্দ্রনাথ হাজার বছরের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি। তাঁর হাত ধরে বাংলা সাহিত্য-সংস্কৃতি সমৃদ্ধ ও প্রসারিত হয়েছে। বৈশ্বিকভাবে তিনি আমাদের জন্যে বয়ে এনেছেন গৌরব ও সম্মান। তাঁর জীবন ও কর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন চাঁদপুরের মানুষেরা। তিনি মাত্র একবার চাঁদপুরে এলেও তাঁর স্নেহে-সান্নিধ্যে-কর্মে এ ভূমির মানুষ ওতপ্রোতভাবে দীর্ঘসময় যুক্ত ছিলেন।
লেখক মুহাম্মদ ফরিদ হাসান বইটি প্রসঙ্গে বলেন, অবশেষে হাতে পেলাম ‘রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা’ গ্রন্থটি। দেড় বছর ধরে এ গবেষণা কাজটি করেছি। এ বইটির ভূমিকা লিখবেন বলে কথা দিয়েছিলেন কবি শঙ্খ ঘোষ। ১০ এপ্রিল ২০২১ তারিখে তিনি পাণ্ডুলিপি দেখেন। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ এপ্রিল তিনি অমৃতলোকে পাড়ি জমান। তাঁর মতো বিনয়ী মানুষ আমরা খুব কমই পেয়েছি। এই ক্ষণে তাঁর স্মৃতি ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তিনি আরো বলেন, বইটি প্রকাশনার দায়িত্ব নিয়েছে চাঁদপুর পৌরসভা। এ জন্যে পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলকে অশেষ ধন্যবাদ জানাই। বইটির কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন রবীন্দ্র-গবেষক ভূঁইয়া ইকবাল, ড. সমীর কুমার সাহা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, সাবেক অধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসেন, সমাজকর্মী আঁখি সীমা কায়সার, লেখক তৃপ্তি সাহা, জমির হোসেন জনি ও সংগীতশিল্পী স্বর্ণালী দাশ। তাঁদের প্রতি কৃতজ্ঞতা।
বইটি পেতে যোগাযোগ করতে পারেন, আননূর গ্রাফিক্স, গাজী বোডিং এর নিচ তলা, চিত্রলেখা মোড় চাঁদপুর।