বিশাল দাস :
চাঁদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা (এসএসসি) ও সমমান পরিক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। সদ্য (এসএসসি) ও সমমান পরিক্ষায় এবার বিদ্যালয়ের পাশের হার ৮৭.৫০%। এ প্রতিষ্ঠান থেকে পরিক্ষায় অংশগ্রহণ করেছে ৪০জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৫জন শিক্ষার্থী। এই ৩৫জন শিক্ষার্থীদের মধ্যে ১১জন পেয়েছে এ গ্রেড, ৮জন পেয়েছে এ-, ৯জন পেয়েছে বি গ্রেড এবং ১১জন পেয়েছে সি গ্রেড।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক তৎকালীন প্রতিক্রিয়ায় জানান, ফলাফল সন্তোষজনক হলেও আরো ভালো কিছু প্রত্যাশা ছিলো। তবে আগামীতে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল অর্জন করবে এই আশা রাখি। যদিও আমাদের স্কুলে তুলনামূলক দূর্বল শিক্ষার্থীরা পড়ালেখা করে। তাদেরকে আমরা আন্তরিকতার সাথে তৈরি করে তুলি।