মেহেদী হাসান দিপু, ঢাকাঃ

করোনা পরিস্থিতিতে মোকাবেলায় রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে পূর্বাচল ক্লাব লিমিটেড।
গত ১০ মে (রবিবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুদান গ্রহণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পূর্বাচল ক্লাবের সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর।
গাজী বীরপ্রতীকের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা এবং ক্লাবের সদস্য মাজাহারুল হক শহীদ।
পূর্বাচল ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ১০ মে (রবিবার) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে সরকারের পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন । মহামারী করোনা মোকাবেলার জন্য পূর্বাচল ক্লাবসহ আরও ৫৭টি প্রতিষ্ঠান অনুদান দেয় বলে জানা যায়।