এইচ.এম নিজাম
পুলিশের এক এএসআই-এর মটর চাইকেলের সাথে ধাক্কা লাগে একটি অটো রিকসায়। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ওই পুলিশ সদস্য। সাথে সাথে অটো চালকের সাথে কথা কাটাকাটি ও মারধর শুরু করেন তিনি। এসময় পাশ্ববর্তী কয়েকজন এগিয়ে এসে এর প্রতিবাদ করলে আরো ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। পরে এক পর্যায়ে এগিয়ে আসা এক আইনজীবীকে হাতে থাকা হেলমেট দিয়ে আঘাত করেন ওই পুলিশ কর্মকর্তা। এতে সাথে সাথে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত ওই আইনজীবী। গতকাল সোমবার দুপুরে এমনি ঘটনা ঘটেছে চাঁদপুরের বাসস্ট্যান্ড এলাকায়। আহত আইনজীবী বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, আহত আইনজীবী হলেন অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকী। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং ওই পুলিশ কর্মকর্তা হলেন চাঁদপুর সদর মডেল থানার কর্মরত এএসআই হিমন।
পরে খবর পেয়ে দ্রুত হাসপাতালে আহত অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকীকে দেখতে যান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিমুল্লা সেলিম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান শফিকুজ্জামান, মুনির চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন হাসপাতালে ওই আইনজীবীকে দেখতে যান।
ঘটনা প্রসঙ্গে চাঁদপুর সদর মডেল থানার এএসআই হিমন জানান, ঘটনাটি অনাকাঙ্খিত এবং ভুল বুঝাবুঝি। আমার হেলমেটটি মাথা থেকে খুলতে গেলে ওই আইনজীবীর মাথায় লেগে যায়। এতে তিনি সামান্য আহত হন। আমি এ ঘটনায় পুরোপুরি অনুতপ্ত।
ঘটনা প্রসঙ্গে আহত আইনজীবী অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকী সাংবাদিকদের বলেন, আমি কোর্ট থেকে কাজ শেষে ফেরার পথে দেখলাম ওই পুলিশ ২জন সাধারণ লোককে পেটাচ্ছেন। সেখানে অনেক সাধারণ মানুষ একত্রিত হয়, আমি তাকে থামাতে গেলে কিছু বোঝার আগেই সে আমাকেও আঘাত করে। এখন এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিবো কিনা তা সার্বিক বিষয় পর্যালোচনা করছি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদ বলেন, বিষয়টি সম্পূর্ণ অনাকাঙ্খিত এবং ভুল বুঝাবুঝি। আইনজীবী সমিতির সাথে আমাদের আলোচনা হয়েছে।
এদিকে চিকিৎসা প্রসঙ্গে চাঁদপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, আমরা আপাতত ১২ ঘন্টা পর্যন্ত ওই তাকে অবজারভেশনে রেখেছি। তার মাথায় ৫টি সেলাই দেয়া হয়েছে। নির্ধারিত সময় অতিক্রম করার আগে চিকিৎসা প্রসঙ্গে কিছু বলা যাচ্ছে না।