স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ চাঁদপুর ট্রলারঘাটে চেকপোস্ট বাসিয়েছে। অর্থাৎ করোনাভাইরাসের সংক্রমণরোধে চাঁদপুর নদী বন্দরে ট্রলার চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে স্থানিয় প্রশাসন। অন্য জেলার লোকজন যাতে চাঁদপুর আসতে না পারে বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে নদীর পাড়।নদী বন্দরের পুরাণবাজার ১ নং খেয়াঘাটে চাঁদপুর মডেল থানার অধীনে সেখানে যাত্রী পরিবহনের ট্রলার আসা বন্ধ করতে এ চেকপোস্ট বসানো হয় বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।
তিনি কাল বুধবার বেলা ১২ টার সময় সঙ্গীয় ফোর্স নিয়ে নদীবন্দরের যাত্রী ও পণ্যবহনকারী ট্রলারের ঘাটগুলো পরির্দশন করেন। এ সময় চাঁদপুর চেম্বার ,চাউল ব্যবসায়ী নেতৃবৃন্দ,কমিউনিটি পুলিশিং কর্মকর্তা এবং স্থানিয় আওয়ামীলীগ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
ওসি নাসিম উদ্দিন বলেন, সারা দেশের ন্যায় করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে চাঁদপুর।সংক্রমণ ঠেকাতে শরিয়তপুর,মাদারিপুর,ফরিদপুর,মুন্সিগঞ্জ,না’গঞ্জসহ আশপাশের জেলাগুলোর কোন মানুষ আপাতত চাঁদপুর আসা নিষেধ। মানুষের জীবন রক্ষার এ প্রদক্ষেপের বিষয়টি দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
তিনি বলেন,ওইসব এলাকার কোন ট্রলার মানুষজন নিয়ে বা পণ্য নিতে আসতে পারবে না।কেবল নিত্যপণ্যের সীমিত নৌযান ঘাটে আসলেও তাদের মাঝিমাল্লা বা লেবার পণ্য উঠানামা করতে পাবে না।স্থানিয় লেবাররা মালামাল লোডিং আনলোডিং কাজ করবে সামাজিক দুরত্ব বজায় রেখে। বিষয়টি ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ঘাট পরিচালনাকারীদের অবগত করা হয়েছে। ওসি তদন্ত হারুনুর রশীদ জানান,অন্য জেলার মানুষ আসা বন্ধ করতে পুরাণবাজার ঘাটে পুলিশ প্রহরা বসনো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,চরম্বারের সিনিয়র পরিচালক সালাহ উদ্দিন বাবার,পরিচালক ও চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য গোপাল চন্দ্র সাহা,চাঁদপুর চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম পাটওয়ারি, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এএসআই মজিবুর, ব্যবসায়ী নুর মোহাম্মদ পাটওয়ারি, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক,সাবেক যুগ্ম সম্পাদক ফজল প্রধানিয়া,সাংগঠনিক সম্পাদক কামাল ঢালী,বাজার এলাকার মদিনা মসজিদ ট্রলারঘাটের পরিচালনাকারী শাহজাহান প্রমুখ।
ট্রলারঘাটের শাহজাহান জানান, তাঁর ঘাটের ৪০ টি ট্রলার চলাচল চেম্বারের নির্দেশে গত এক সপ্তাহ যাবত বন্ধ রয়েছে। ঘাটে কোন ট্রলার আসছে না।