মোঃ নাছির উদ্দিন:
কচুয়ায় পুকুরে খেলতে নেমে তামিম নামে ১০ বছরের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার মনপুরা গ্রামের একটি পুকুলে এই দুর্ঘটনা ঘটে। সে ঘাগড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, রোববার বিকেলে তামিম একই উপজেলার মহদ্দিরবাগ গ্রামে তার বড় বোনের বাড়ি যাচ্ছিল। যাওয়ার সময় বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে মনপুরা গ্রামের একটি বিলের মাঝে ড্রেজারে কাটা পুকুরে কতিপয় শিশুকে ডুব খেলা খেলতে দেখে সে ও পুকুরে নেমে ডুব খেলা খেলতে শুরু করে। এক পর্যায়ে অন্যান্য শিশুরা তাকে আর দেখতে পায় না। পরে গতকাল সোমবার সকালে বিলে ঘাস কাটতে গিয়ে জনৈক কৃষক পুকুরে তামিমের ভাসমান মরদেহ দেখতে পান। তামিমের পিতা নজরুল ইসলাম ও বড় বোন রেহেনা জানায়, তামিম মানসিক প্রতিবন্ধী ছিলো। তাছাড়াও সে মৃগ রোগে আক্রান্ত। তার মৃত্যুর ব্যাপারে তাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই বলে দাবি করেন তিনি।