আবদুস সালাম:
গত ১২ মার্চ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হন ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে পারভেজ খান। এ ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। এতে মাথার হাড় ভেঙ্গে যায়। গত ১২ মার্চ শনিবার সকালে উপজেলার ৯নং উত্তর গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের সুকানী সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
হত দরিদ্র দিন মজুর পারভেজকে বাচাতে তার অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। বর্তমানে আইসিইউ-র খরচ বহন করতে তার পরিবার হিমসিম খাচ্ছে। তাই চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার ও এলাকাবাসী। এই মুহুর্তে তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। যা তার পরিবারের পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়। যদিও বিভিন্নভাবে এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় পারভেজের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সাবেক সেনা সদস্য মোঃ শরিফ জানান, আমরা মানবিকতার জন্য কাজ করছি। অসহায় পিতৃহীন দিনমুজুর পারভেজকে বাচাতে সমাজের সবাই এগিয়ে আসলে হয়তো বেচে যেতে পারে একটি তাজা প্রাণ।
মৃত্যু পথযাত্রী পারভেজকে সাহায্য পাঠানোর ঠিকানা স্বপন স্টোর, সামিয়া মটরস, জনতা ফার্মেসী, ধানুয়া বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর। অথবা বিকাশ পার্সোনাল নাম্বার-(০১৮৭২৮৭৯২৫৫) নাম্বারে যোগাযোগ করা অনুরোধ করা হয়েছে।