সুমন আহমেদ:
মতলবে উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্র লিমিটেডে পিকনিক করতে এসে পানিতে ডুবে টুটুল হাসান নয়ন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ঢাকা ডেমরার নাভারন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র। তার মায়ের নাম রিনা বেগম এবং মৃত নয়ন রিনা বেগমের প্রথম পক্ষের সন্তান। বর্তমানে সে তার মা ও দ্বিতীয় পক্ষের বাবার মোঃ আব্দুল মান্নানের সাথে ঢাকার যাত্রাবাড়িতে একটি ভাড়া বাসায় থাকতেন। তার পিতা আব্দুল মান্নান ঢাকা তেজগাঁও থানায় পুলিশ কনস্টেবল পদে চাকুরি করেন।
জানা যায়, নাভারুন স্কুল এন্ড কলেজের ১৩৫ জন ছাত্র নিয়ে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্র লিমিটেড পিকনিক করার উদেশ্য আসে। আনুমানিক দেড়টার সময় কয়েকজন ছাত্র পানিতে সাতার কাটতে নামে। এসময় সবাই তীরে উঠলেও নয়ন আর উঠেনি। বন্ধুরা অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে নিকটবর্তী মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে ডুবরী দল এসে নয়নকে নদী থেকে উদ্ধার করে। এসময় তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ হাসিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
সহপাঠি শাহরিয়ার নাজিম মুন্না বলেন, সে আমার প্রিয় বন্ধু ছিল। তার এভাবে মৃত্যু হবে তা মানতে বড় কষ্ট হচ্ছে।
নাভারন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক বলেন, আসলে আমরা এসেছিলাম আনন্দ করার জন্য কিন্তু এই ঘটনায় আমরা খুবই মর্মাহত। মরদেহ বুঝে নেয়ার জন্য তার অভিভাবকদের জানানো হয়েছে।
এ বিষয়ে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ একে এম কাউছার জানান, মৃত নয়নের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আমরা তার বাবা-মায়ের জন্য অপেক্ষা করছি। তারা আসলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।