সাগর আচার্য্য:
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হাজীগঞ্জ থেকে চাঁদপুর আসার পথে সড়ক দুর্ঘটনায় ২ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরেক পরীক্ষার্থীসহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার ঘোষের হাট এলাকার মিয়ার বাজারে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুই পরীক্ষার্থী হলেন, ফাতেমা আলম (২৪), আব্দুল্লাহ (২৫)। এ ঘটনায় আহতরা হলেন, আমেন (২৫) ও তার পিতা ইয়াসিন (৬৫) সহ ৩জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণের পথে হাজীগঞ্জ থেকে আসা সিএনজি চালিত স্কুটারটির সাথে সিমেন্ট ও ইটবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফেতেমা আলম নিহত হন। এ সময় গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে আব্দুল্লাহ নামের আরেক পরীক্ষার্থীর মৃত্যু হয়। আহত অপর দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। নিহতরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাজীগঞ্জ থেকে চাঁদপুর আল-আমিন একাডেমী পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ। তিনি জানান, সিএনজি ও পিকআপ ভ্যান চালক দুজনই পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।