এস.এম শরিফুল ইসলাম, কচুয়া:

“মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়াতে বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেছে কচুয়া উপজেলা ছাত্রলীগ।১৯ জুন (শুক্রবার) পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গনে গাছের চারা লাগিয়ে এই কার্যক্রম চালু করা হয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দীন সরকার ও যুগ্ম আহবায়ক মোঃ সোহাগ উদ্দিনসহ অন্যান্যের মা্যেঝ উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও কলেজ শাখা – সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সৌরভ সহ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়ক জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনার অংশ হিসেবে এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগ, কচুয়া উপজেলা শাখার তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে। কচুয়া উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সময়ের মধ্যে কমপক্ষে ৩ টি (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপণ করার নির্দেশনা দেয়া হয়েছে।