নজরুল ইসলাম আতিক:
দিনের শুরুতে এবং শেষে শীতল হাওয়ায় গা যখন শিউরে উঠে তখনই ইঙ্গিত মিলে শীতের আগমনের। দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীত। শীত নিবারণের জন্যে সাধারণ মানুষ আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। শীতের আগমন যেমনি ইঙ্গিত দিচ্ছে তেমনি জমতে শুরু করেছ শহরের পালবাজারের পাশে গড়ে উঠা গরিবের ওয়াশিংটন খ্যাত গরম কাপরের দোকান। এটিই একমাত্র চাঁদপুরের পুরাতন কাপড়ের বাজার। এখানে ইতিমধ্যেই শীতের পোশাক কিনতে ভিড় শুরু হয়ে গেছে। মূলত মার্কেটটিতে পুরাতন ও খুব ভালো মানের শীতের পোশাক অল্প দামে কিনতে পাওয়া যায়। আর তাই এখানে ক্রেতার সংখ্যাও একটু বেশি থাকে।
যদিও মার্কেটটিকে মধ্যবিত্ত ও গরিবের মার্কেট বলে ধারণা করা হয় কিন্তু মাঝে মাঝে দেখা যায় এখানেও বিশেষ কিছু মানুষ তাদের পরিবার পরিজনদের জন্য পোশাক ক্রয় করার জন্য আসেন। এখানে মূলত জামা, প্যান্ট, সার্ট, ব্লেজার, জ্যাকেট ও কম্বলসহ শীতের যাবতীয় পোশাক খুবই সীমিত দামে পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা বলেন, শীত আসতে শুরু করেছে। এখনই যদি কিনে রাখি তাহলে একটু কমে পাবো এই আশায় এসেছি।
রাজরাজেশ্বর চর থেকে আগত আরেক ক্রেতা জানালেন, মাঝে মাঝে এখানে ভালো মানের শীতের পোশাক পাওয়া যায়। তাই এসেছি দেখতে, যদি পেয়ে যাই তাহলে নিয়ে নেবো। শীততো এখনো পুরোপুরি পড়েনি, যদি না পাই পরে আবার আসবো।
শীতকে উপলক্ষ্য করে অনেকেই মৌসুমী গরম কাপড়ের ব্যবসায়ী হয়ে উঠেন। এমন কয়েকজন ভ্রাম্যমান ব্যবসায়ী বলেন, এখনই ক্রেতা আসতে শুরু করেছে। আশাকরি কিছুদিনের ভেতরে কাস্টমার আরো বাড়বে। আবার কেউ কেউ বলেন, অনেকেই অগ্রিম বলে রেখেছে, যখনই কোনো ভালোমানের পোশাক আসবে তাদেরকে যাতে নক করা হয় এবং দোকানিরা ব্যক্তিগতভাবে তাদেরকে জানালে তারা এসে তা সংগ্রহ করে নেন।