প্রভু, তুমি কতো সুন্দর দেখিনি তো আগে;
আমি দেখছি তোমায়,
আরো দেখছি,
তবুও দেখার ইচ্ছা আরো জাগে।
প্রভু, তোমার প্রেমে হতবাক আমি;
তোমার প্রেমে পড়েছি,
গভীর প্রেমে পড়েছি,
তুমি যে আমার অন্তর্যামী।
আমি তোমাতে সুখ খুঁজে পাই;
সুখের খুঁজে ঘুরেছি জগতে,
সময়ে সকলেই চলে যায়,
তুমি ব্যতীত কেউ নেই।
এতোদিন হারিয়ে ছিলাম পাপের ভিড়ে;
আমার জীবন তোমাকে ছাড়া শূন্য,
তোমায় পেয়ে ধন্য আমি ধন্য,
তোমাতে আশ্রয় আমার এসেছি ফিরে।