বাড়ির ছাদে বৃষ্টির জমে থাকা পানি নিচে ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছিদ্দিকুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় তাকে বাঁচাতে ছুটে গেলে স্ত্রী ও নাতি দুইজন গুরুতর আহত হয়। গতকাল মঙ্গলবার (১ জুন) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালোচো উত্তর ইউনিয়নের ছিলাচো গ্রামের নেয়াজউদ্দিন মিজি বাড়ীতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতরা হলেন: নিহতের স্ত্রী সালেহা বেগম (৫৫) ও নাতী মেহেদি হাছান (২৪)।
ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ভোর রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এতে বিল্ডিং-এর ছাদে পানি জমে যায়। অপরদিকে পাশাপাশি ২টি বিল্ডিংয়ের মাঝে জুলে থাকা বিদ্যুতের তার জমে থাকা পানির সংস্পর্শে চলে আসে। এ সময় বৃদ্ধ ছিদ্দিকুর রহমান ছাদের পানি নিচে ফেলতে ছাদে গেলে পানির সংস্পর্শে আসতেই তিনি বিদ্যুৎ স্পষ্ট হন। পরে তার স্ত্রী ও নাতী তাকে বাঁচাতে ছুটে গেলে তারাও বৈদ্যুতিক শটে গুরুতর আহত হয়। বৈদ্যুতিক স্পষ্ট হয়ে ঘটনাস্থলেই ছিদ্দিকুর রহমান মৃত্যুবরণ করেন।
পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত নাতি মেহেদি হাছানকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অপরদিকে সালেহা বেগমের শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা বার্ণ ইউনিটে রেফার করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তিনি ছাদের পানি পরিষ্কার করার উদ্দেশ্যে উপরে উঠতেই বৈদ্যুতিক স্পষ্টে মারা যান।
মো. মজিবুর রহমান রনি