পারভেজ মোশারফ:
সত্য যে বলে না সে কী করে মানব হয়! একজন সুস্থ মস্তিষ্কের মানুষ অবশ্যই সত্যকে ভালোবাসবে। সংবাদপত্র জগতে এই সত্য উপস্থাপন করতেই দৈনিক শপথের পথচলা। নামে যেমন কাজেও তেমন। দৈনিক শপথের শ্লোগান হল ‘সত্য বলার শপথ’। প্রকৃত অর্থে এই শ্লোগানটি বাস্তবে পরিলক্ষিত হচ্ছে পাঠকের চোখে।
সাপ্তাহিক শপথ থেকে দৈনিক শপথ! ২০১৯ সালের ২৬ আগস্ট থেকে চাঁদপুর জেলায় কাদের পলাশ সম্পাদিত এই সাপ্তাহিক শপথের যাত্রা শুরু। কে জানত স্থানীয় এত পত্রিকার মাঝে শপথ এতটা দ্রুত পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করবে। পাঠকের আস্থা আর ভালোবাসায় সাপ্তাহিক শপথ আর সাপ্তাহিক থাকলো না। শপথের সম্পাদকের আপ্রাণ চেষ্টা আর দূরদর্শিতায় একবছরের মাথায় সাপ্তাহিক শপথ রূপান্তরিত হলো দৈনিক শপথে। এই যাত্রায় শপথ যেন এক ধাপ এগিয়ে পাঠকের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ আগে অধির-আগ্রহে এক সপ্তাহ বসে থাকতে হতো শপথের জন্যে। আর এখন শপথ দৈনিক চাঁদপুর জেলার পাঠকের কাছে হকারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। এতে করে শপথের পাঠকরা আরো দীপ্তময়। কারণ শপথের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য তারা আর এক সপ্তাহ অধির আগ্রহে বসে থাকতে হচ্ছে না। রাত পোহালেই পাঠকের হাতে পৌঁছে যাচ্ছে পত্রিকা।
বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগ। এই যুগে বিশ্ব এখন হাতের মুঠোয়। সারা বিশ্বে ঘটে যাওয়া সংবাদ এখন মুহূর্তেই হাতের মুঠোয় চলে আসছে। দৈনিক শপথ এদিক থেকেও পিছিয়ে নেই। যুগে ও সময়ের সাথে পাল্লায় দিয়ে দৈনিক শপথ ওয়েবসাইটের মাধ্যমে ঘটে যাওয়া সকল সংবাদ তাৎক্ষণিক প্রচার করে যাচ্ছে। যা পাঠকমহলে ব্যাপক সাড়া পেয়েছে। প্রিন্ট ও অনলাইন দুই মাধ্যমেই চলছে শপথের সংবাদ প্রচার। যা কিনা পাঠক সমাজে প্রশংসায় পঞ্চমুখ।
আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত। দৈনিক শপথ চলমান ঘটে যাওয়া সংবাদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের সংবাদ প্রকাশ করে উৎসাহ যোগায়। তাই অন্য স্বেচ্ছাসেবকের মতো শপথকে নিয়ে আমিও গর্ব করি।
দৈনিক শপথ প্রতিটি উপজেলায় একঝাঁক তরুণ-মেধাবী সংবাদকর্মী নিয়ে কাজ করছে। তাদের চেষ্টায় মাত্র ২ বছরেই প্রান্তিক পর্যায়ে পাঠকের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে দৈনিক শপথ।
‘সত্য বলার’ দৈনিক শপথ ২ বছর অতিক্রম করে ৩য় বর্ষে পা দিল। গণমাধ্যমের কাজই হল সত্য অনুসন্ধান করা। আর সে সত্য যদি নেতিবাচক হয় তা হলে তা তুলে ধরা হয় পরিশোধনের লক্ষ্যে; আর সে সত্য যতি ইতিবাচক হয় তাহলে তা তুলে ধরা হয় অনুপ্রেরণা ও উৎসাহ যোগাতে। শপথও এমনই একটি গণমাধ্যম।
২৬ আগস্ট দৈনিক শপথ বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করছে। কারণ বর্ষপূর্তি মানেই একধরনের হালখাতা। একবছর ধরে আমি যা চেয়েছি তার কতটুকু করতে পেরেছি, কেনই বা বাকিটুকু করতে পারিনি তার একটা স্বচ্ছ ব্যাখ্যা খোঁজার চেষ্টা। এমনটি হলে ভবিষ্যৎ পথচলা আরও বেশি সফল ও সার্থক হবে। এক্ষেত্রে শপথ সফল ও সার্থক হতে পারবেÑএ বিশ্বাস আমার আছে।
৩য় বর্ষপূর্তিতে শপথ পরিবার ও সকল পাঠকের প্রতি রইল নিরন্তর শুভ কামনা। আশা করবো, নতুন বছরের শুরুতে শপথ আরো আর্কষণীয় ও প্রাণবন্ত হবে। অনেক শুভকামনা।
পারভেজ মোশারফ : স্বেচ্ছাসেবক ও সংগঠক।