স্টাফ রিপোর্টার:
বিগত প্রায় পাঁচ দশকে চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় এবার এসএসসি পরীক্ষায় সেরা সাফল্য অর্জন করেছে। গতকাল প্রকাশিত এসএসসি ফলাফলে এ প্রতিষ্ঠানটি থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি ‘এ প্লাস’ পেয়েছে একজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের এমন ফলাফলে খুশি শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্র জানায়, চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় থেকে এবার ৩০জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের সবাই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। ৩০ পরিক্ষার্থীর মধ্যে একজন এ প্লাস, এ ৭জন, এ মাইনাস ১৫জন, বি-০৫জন, সি গ্রেড পেয়েছে ২জন।
বিদ্যালয়ের এমন ফলাফলে সন্তুষ্ট জানিয়ে প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক বলেন, শহরের দুর্বল শিক্ষার্থীদের আমরা অনেক যতœ নিয়ে এভাবে তৈরি করি। এক্ষেত্রে শিক্ষকদের সর্বোচ্চ চেষ্টা থাকে ভালো ফলাফল করার। অভিভাবকরা আরো সচেতন হলে আগামী বছরগুলোতেও ভালো ফলাফল করা সম্ভব। এমন ফলাফলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন তিনি।