এইচএম জাকির :
মানুষ আদি থেকে অন্ত পর্যন্ত কোন না কোনভাবে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সাথে মিশে যায়। হৃদয়সংবেদী আত্মপ্রকাশের তাগিদ থেকেই শিল্প, সাহিত্য ও সংস্কৃতির গোড়াপত্তন। মানুষের মানসজাত ভাবনা বা কল্পনা উন্মুক্ত চিন্তা ও চেতনার স্রোতধারায় অপরের কাছে পৌঁছে দেওয়া শিল্পের সাথে সম্পৃক্ত সৃজনপ্রয়াসী সাহিত্যিকদের কাজ; যারা অবিরাম চর্চার উৎকর্ষে ও সুন্দরের সান্নিধ্যে সৃষ্ঠি করে রুচিশীল জাগ্রত সত্তার আখ্যান। সংস্কৃতি মানুষকে পরিশুদ্ধ করে, মনকে করে বিকশিত। সাহিত্য মানুষকে অনুভবের দর্শনে আলোর পথ দেখায়। এ আলোর পথ ধরেই মানুষের মধ্যে সাহিত্য ভাবনার উদ্ভাবনী ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, যা সমাজে শুভবোধের বিকাশ ঘটায় এবং মানুষের মধ্যে অমিত সম্ভাবনার দ্বার উন্মোচন করে। তেমনি করে মননশীলতার উৎকর্ষতায় বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে লেখক, কবি, সাহিত্যিক, গবেষক, প্রবন্ধকার, ঔপন্যাসিকদের সৃষ্টি সৌকর্যে । শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের শোভিত উদ্যান ভরে গেছে অনবদ্য সৃজনশীল লেখকের সৃজনকর্মে। প্রবহমান সাহিত্যকর্মের বোধনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে দেশজুড়ে কর্মরত শিল্প, সাহিত্য ও সংস্কৃতিমনা কর্মকর্তা ও কর্মচারিদের সমন্বয়ে গঠিত হয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ (বাপপসাওসপ)। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পোঁছানো সরকারের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যানীতি এবং এর অধীনস্ত সেবাসমূহকে সাহিত্যরুপে প্রচার ও প্রকাশ করার প্রত্যয়ে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি শিবেন চন্দ্র দাস-এর চিন্তাধারায় ১মে ২০১৯ খ্রী. তারিখ গঠিত হয় বাপপসাওসপ। এক বছরেরও বেশি সময় ধরে সাংগঠনিক রূপরেখা তৈরীর পাশাপাশি পরিবার পরিকল্পনা বিভাগের দেশব্যাপী বিস্তৃত জনবলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিমনা সহকর্মীদের সংগঠিত করে তাদের ভেতর লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার চর্চা অব্যাহত রেখে বিশ্ব করোনাভাইরাসের কারনে সঙ্গনিরোধ নীতি অনুসরণ করে ভার্চুয়াল আলোচনায় ২৫ আগস্ট ২০২০ খ্রী. তারিখ সংগঠনটির ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।
‘ছোট পরিবার সুখী পরিবার, হোক সকলের মূল অঙ্গীকার’-এই স্লোগানে বিভাগীয় কার্যক্রম প্রচার ও প্রকাশের লক্ষে গঠিত তিন বছর মেয়াদী এই কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ : জনাব ডাঃ মোঃ মাহমুদুর রহমান, উপপরিচালক (সিএস) এবং প্রোগ্রাম ম্যানেজার, ক্লিনিক্যাল কণ্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কাওরান বাজার, ঢাকা। জনাব মোঃ মাহমুদুর রহমান চৌধুরী সহকারি পরিচালক (ডিডিও), অর্থ ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা। জনাব আবুল মনসুর আসজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিলেট সদর, সিলেট। জনাব তপন কান্তি ঘোষ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দক্ষিণ সুরমা, সিলেট। জনাব মোঃ সাদিক মিয়া, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), কোম্পানীগঞ্জ, সিলেট।
কেন্দ্রীয় কার্যনিবার্বাহী পরিষদ :
সভাপতি কবি শিবেন চন্দ্র দাস (প্রতিষ্ঠাতা), উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি, গোয়াইনঘাট, সিলেট। সিনিয়র সহ-সভাপতি কবি সাহনিন সুলতানা (ঢাকা বিভাগ), উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, রূপগঞ্জ, নারায়নগঞ্জ ও কবি হাবিবা বেগম (রংপুর বিভাগ), পরিবার কল্যাণ পরিদর্শিকা ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও। সহ-সভাপতি কবি শাহনাজ সুলতানা (চট্টগ্রাম বিভাগ), পরিবার কল্যাণ পরিদর্শিকা, খাগড়াছড়ি। কবি কৃষ্ণা সুতার (বরিশাল বিভাগ), পরিবার কল্যাণ পরিদর্শিকা। কবি অঞ্জলী রাণী খাঁ (খুলনা বিভাগ), পরিবার কল্যাণ পরিদর্শিকা। কবি লুৎফুন নাহার(ময়মনসিংহ বিভাগ), পরিবার কল্যাণ পরিদর্শিকা, নকলা, শেরপুর। কবি মোঃ শাহজাহান সিদ্দিক (সিলেট বিভাগ), পরিবার পরিকল্পনা পরিদর্শক, গোয়াইনঘাট, সিলেট। কবি মোঃ আনোয়ার হোসেন, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার কোম্পানীগঞ্জ, নোয়াখালী এবং লেখক এইচএম জাকির, পরিবার পরিকল্পনা পরিদর্শক, চাঁদপুর সদর, চাঁদপুর। সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ আব্দুল গণি, পরিচালক (নিরীক্ষা) মহোদয়ের ব্যক্তিগত সহকারি (পি.এ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, মহাপরিচালক মহোদয়ের ব্যক্তিগত সহকারি (পি.এ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা। সহ-সাধারণ সম্পাদক কবি আঞ্জুমানারা লাকী (রাজশাহী বিভাগ), ফিমেল মেডিকেল এ্যাটেন্ডেন্ট অফিস সহকারী, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ঠাকুরগাঁও। সাংগঠনিক সম্পাদক কবি সুমিত্রা চৌধুরী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ। সহ-সাংগঠনিক সম্পাদক কবি ফাতেহা আক্তার, পরিবার কল্যাণ সহকারি, পৌরসভা, সুনামগঞ্জ। কবি মোছাম্মৎ ফৌজিয়া খানম (রিনি), পরিবার কল্যাণ সহকারি, শাজাহানপুর, বগুড়া। কবি সুরত নুর ডেইজী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, দেবীগঞ্জ, পঞ্চগড়। কবি রফিক উল আলম, ফার্মাসিস্ট, গৌরিগ্রাম, সাঁথিয়া, পাবনা। কবি সুজয় বড়ুয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক, চট্টগ্রাম। কবি শেখ নুসরাত জাহান, পরিবার কল্যাণ পরিদর্শিকা, আজমপুর, সদর, কুষ্টিয়া। কবি মঈন উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক, সুনামগঞ্জ। অর্থ সম্পাদক সন্তোষ রঞ্জন দাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক, বালাগঞ্জ, সিলেট। সহ-অর্থ সম্পাদক কবি শিল্পি ভৌমিক, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি, পরিবার পররিকল্পনা অধিদপ্তর, ঢাকা। প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি নূর আহমদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক, গোয়াইনঘাট, সিলেট। সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি জাহানারা আরজু রুবলী, পরিবার কল্যাণ সহকারি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। দপ্তর সম্পাদক কবি জিয়াউর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পটিয়া, চট্টগ্রাম। সহ-দপ্তর সম্পাদক কবি পারভীন খাতুন, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, টাঙ্গাইল। পরিবার পরিকল্পনা সম্পাদক কবি মোঃ আবু বক্কর ছিদ্দিক, এমআইএস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা। তথ্য ও গবেষণা সম্পাদক কবি সালেহা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি, পিরোজপুর, বরিশাল। সমাজকল্যাণ সম্পাদক কবি বেগম হালিমা আক্তার, পরিবার কল্যাণ সহকারি, নীলফামারী। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি শিল্পী মনিকা সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি, রাজনগর, মৌলভীবাজার। আইন বিষয়ক সম্পাদক কবি হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক, ঢাকা। নির্বাহী সদস্য
কবি মোঃ আতিকুর রহমান সেলিম, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা। কবি ও শিল্পী মোঃ ইউনুছ আলী, এমএলএসএস/নিরাপত্তা প্রহরী, বনপাড়া, নাটোর। জান্নাতুল ফেরদৌস, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, গোয়াইনঘাট, সিলেট। রুহুল আমিন মিটন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, সিসিএসডিপি। কবি রহমত আরা বেগম, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফুলবাড়ী, দিনাজপুর। কবি মালা রানী পাল, পরিবার কল্যাণ পরিদর্শিকা, নালিতাবাড়ী শেরপুর। কবি শুভ্রা রানী সাহা, পরিবার কল্যাণ পরিদর্শিকা, বিরল, দিনাজপুর। কবি মঞ্জুর রহমান, উচ্চমান সহকারি, কেন্দ্রীয় পণ্যাগার, মহাখালী, ঢাকা। মোহাম্মদ আরিফুল হুদা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, লোহাগাড়া, চট্টগ্রাম।