এইচ.এম নিজাম:
শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘পূর্ণয়’-এর আয়োজনে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চাঁদপুরে বাসা-বাড়ি এবং শহরের বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে আনা পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে ১ হাজার গাছের চারা দিয়েছে এই সংগঠনটি। গতকাল শনিবার চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বৃক্ষ বিলাস নামে এই ব্যতিক্রমী আয়োজনে (ভার্চুয়ালি) প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি। আয়োজনের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, আমাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। আজকে শিক্ষার্থীদের সংগঠন ‘পূর্ণয়’ যে আয়োজনটি করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এসময় তিনি পূর্ণয়কে একটি স্থায়ী স্টল করে দেয়ার ঘোষণা দেন। যেখানে প্রতি সপ্তাহে একইভাবে পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময় গাছের চারা দেওয়া হবে।
পূর্নয়’র সভাপতি পৃথ্বীরাজ দত্ত ও সাধারণ সম্পাদিকা মাহি কানিজ জানান, আমরা আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর রাখা এবং গাছ লাগাতে উৎসাহিত করার জন্য এই উদ্যোগটি হাতে নিয়েছি। আমরা চাইব সবাই যার যার অবস্থান থেকে আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে এবং বেশি বেশি করে গাছ লাগাবে। বৃক্ষ বিলাস সফল করার জন্য স্পন্সর এন্ড প্রোমোশন টিমের সদস্য আনাস ইবনে আলমগীরসহ পূর্ণয়’র ৪০জন সদস্য কাজ করেছেন।