স্টাফ রিপোর্টার
-
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের মা ও শিশু হাসপাতালের বিপরীতে চাঁদপুর-লাকসাম রেলপথে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতানামা নারীর মৃত্যু হয়। যদি তাৎক্ষণিক ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। পরে রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে মরদেহের পরিচয় সনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে জানানো হয়।
রেলওয়ে পুলিশের সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি চৌকস দল রেলওয়ে থানায় এসে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই নারীর পরিচয় সনাক্ত করে।
পিবিআই’র দেয়া তথ্যে জানা গেছে, ওই নারীর নাম নাসিমা বেগম। তিনি সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামের হামিদ খানের মেয়ে। চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার জানান, নিহত নাসিমা বেগমের মানসিক ছিলো বলে পরিবারের পক্ষে দাবি করা হয়েছে। আমরা আমাদের আইনী পদক্ষেপ শেষে শুক্রবার সকালে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করেছি।