আবু ইউসুফ :
সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সৃষ্টি নূর নবী হযরত মুহাম্মদ সল্লালাহু আলাইহি ওসাল্লাম। নবী সঃ রহমাতল্লীল আল আামিন। আল্লাহর সেই রহমত প্রাপ্তিতে আনন্দ উৎসবের প্রকাশ মানবজাতি বিশ্বের প্রায় পঞ্চাশের বেশী দেশে যোকে শৌকে পালিত হয়ে আসছে ঈদে মিলাদুন্নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম।
শপথ পত্রিকা পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্খীগনকে জানাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) এর ঈদ মোবারক। নবী (সঃ) এর সরব উপস্থিতি পাওয়ার জন্য সৃষ্টির রূপ প্রকাশের পর থেকে প্রত্যেক সৃষ্টি বেকারার ছিলো। আর তা পূর্ণ হয়েছে ঈদে মেরাজুন্নবী (সঃ) দিন অর্থাৎ লাইলাতুল মেরাজের কালে। বাবা হযরত আদম আঃ হতে হযরত ঈষা আঃ পর্যন্ত সকলের আশা পূরণের জন্য বায়েতুল মোকাদ্দেসে নবীজি (সঃ) এর মাধ্যমে ইমামতির মাধ্যমে ঈদে ইমামুন্নবী (সঃ) উৎযাপন হয়েছে। বাহন বোকারের ইচ্ছা বা আশা পূরনে জন্য ঘটনা ঈদে বোরাকুন্নবী (সঃ) হয়েছে। সীদরাতুল মোনতাহায় হয়েছে ঈদে সীদরাতুন্নবী (সঃ)। রফরফের উপর সাওয়ারের সময় ঈদে রফরফুন্নবী (সঃ)। এমন অনেক অনেক স্তর রয়েছে প্রত্যেক স্তরে তাৎক্ষণিক ঈদ মাখলুকুন্নবী সল্লালাহু আলাইহি অসাল্লাম উৎযাপন হয়েছে। এভাবে সর্ব শেষ হয়েছে “কাবা কাউচানে আউ আদনা” বিবরণে ঈদে রববুন্নবী (সঃ)। যা আজও চলমান। নবীজী সল্লালাহু আলাইহি ওসাল্লাম মানবীয় জীবনাগমনকে ঈদে মিলাদুন্নবী হলেও আশেকে রাসূল (সঃ) রইসূল মোফাস্সের হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তায়ালা আনহু গভীর প্রেমের তাজাল্লীয়ত থেকে মাজীউন্নবী হিসেবে তাফসীরে আব্বাসীতে উল্লেখ করেছেন।নবী সল্লালাহু আলাইহি ওসাল্লাম মানবীয় জীবন আলেখ্য কুল মাখলুকাতের জন্য ইহকাল হতে অনন্তকাল ব্যাপী সমগ্র মানব জাতীর জন্য চির অনুসরণীয়। সমগ্র সৃষ্ঠির মানবিয় সমাজের জীবনকে সঠিক পথে থাকতে হলে এক মাত্র অনুসরণীয় আকা মাহবুবে খোদা নূরে মোজাস্সাম সল্লালাহু আলাইহি অসাল্লাম এঁর বিকল্প আর হবে না।