মোঃ কবির মজুমদার:
যুগ্ম সচিব পদের কর্মকর্তা মতলব দক্ষিণ উপজেলার কৃতি সন্তান সৈয়দা সালমা জাফরীনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সৈয়দা সালমা জাফরীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এবং এমএ (ইংরেজী) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইউকে’র ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন। ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের উত্তীর্ণ হয়ে সরকারি চাকুরীতে যোগ দেন। এরপর মেধা, দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনেও রয়েছে তার প্রতিভা। তিনি একজন সংগীতশিল্পি ও কবি।
সৈয়দা সালমা জাফরীন ১০ মে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী বোয়ালিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ইউসুফ আল বকাউল ও মাতার নাম সালমা বেগম। সৈয়দা সালমা জাফরীনের দাম্পত্য সঙ্গী শাওন চৌধুরী। তিনি ঢাকা নয়া পল্টনের কর অঞ্চল-১৫ এর অতিরিক্ত কর কমিশনার।